সুনিবিড় ছায়া ঘেরা সবুজ বাংলার কয়েক টি গ্রাম
নিয়ে সিলেট জেলাধীন দক্ষিন সুরমা উপজেলায়
অবস্থিত লালাবাজার ইউনিয়ন পরিষদ। এর
নামঃ৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদ।
ইউনিয়নের নাম : ০৫নংসিলাম ইউনিয়ন
উপজেলা : দক্ষিণ সুরমা
স্থাপন কাল :১৯৬১ খ্রিঃ।
০১. উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দূরত্ব : সড়কপথে ১৫ কি:মি:।
০২. আয়তন : ২১.৬৩ বর্গ কি:মি।
০৩. সীমানা : পূর্বে জালালপুর ইউপি......পশ্চিমে-অলংকারী ও তেতলী ইউপি.।
: উত্তরে- তেতলী ও সিলাম ইউপি,দক্ষিনে দয়ামীর ইউনিয়ন পরিষদ ও বালাগঞ্জ উপজেলা।
০৪.ইউ/পি চেয়ারম্যানের নাম ও মোবাইল নম্বর : মো: ইকবাল হোসেন মোবাইল:০১৭১১-৭০০১৭৮।
০৫. ইউ/পি সচিবের নাম ও মোবাইল নম্বর : মো: এনামুল হক মোবাইল:০১৭১১-৭০০৩৩৮।
০৬. মৌজার সংখ্যা : ২১টি
০৭. গ্রামের সংখ্যা ও নাম : ৫১টি, (ওয়ার্ড ০১)
গ্রামের নাম |
মোহাম্মদপুর, রুস্তমপুর, গোয়ালগাঁও,ইলাশপুর, হাজিপুর, আকিলপুর,মুক্তারপুর, তেলীপাড়া,মাঝের গাও,বিরাহিমপুর, নিজ মঞ্জলাল, আগত চরমোহাম্মদপুর, চরমোহাম্মদপুর,খড়ারিয়া, ডুংশ্রী, গাজীরপাড়া, উলাল মহল, ভাঙ্গী, সিলাম সরকারচক, নিজ সিলাম, মোল্লারচক, সিলাম মাঝপাড়া, সিলাম টিলাপাড়া, সিলাম খালপাড়া, সিলাম টিকরপাড়া,সিলাম শেখপাড়া, সিলাম ডালিপাড়া, সিলাম পশ্চিমপাড়া,ব্রাহ্মান পাড়া,শাহপুর,ফকিরপাড়া,
০৮. জনসংখ্যা : ৩৬,২৬৬
০৯. খানার সংখ্যা :৩৭৮৪ টি।
১০. ভোটার সংখ্যা : ১৭৫৯৬ জন।
১১. জমির পরিামান (একরে) :৭৪০০ একর। কৃষি ৩৪৫৭ একর, অকৃষি ৩৪৪৩ একর।
১২. নলকহপের সংখ্যা : ৫০৪ টি। গভীর ৪ টি। অগভীর ৫০০ টি।
১৩. শিক্ষার হার : ৭৫%
১৪. প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : সরকারী ১৬ টি।
১৫. নিম্নবিদ্যালয়ের সংখ্যা :: ১টি।
১৬. মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ৪ টি।
১৭. কলেজের সংখ্যা : খালি।
১৮. মাদ্রাসার সংখ্যা : আলীয়া ২ টি। কওমী ১০টি। অন্যান্য ০ টি।।
১৯. ধর্মীয় প্রতিষ্টানের সংখ্যা : মসজিদ ৫৬ টি। মন্দির ১টি।
২০. রাস্তা ও সড়কের পরিমান :
৩৪ কিঃমিঃ। পাকা ২৫ কিঃমিঃ। এইচবিবি ২ কিঃমিঃ। কাচাঁ ৭ কিঃমিঃ।
২১. সায়রাত মহালের সংখ্যা : হাটবাজার ০৬ টি,বালুমহাল-০ টি,জলমহাল ২ টি।
২২. জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হার (জুন/১২) : ৩৬৩৮১ জন, ১০০%।
২৩. স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের
সংখ্যা ও শতকরা হার (জুন/১২) : ২৪০০, ৮০%।
২৪. সক্ষম দম্পতির সংখ্যা : ২৫৮৭
২৫. পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতির সংখ্যা
ও শতকরা হার (জুন/১২) : ১৮২১, ৭০.৩৯%।
২৬. ব্যাংকের শাখার সংখ্যা ও নাম : অগ্রণী ব্যাংক।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS