০১ . আইন শৃংখলার কাজে সহায়তা কার।
০২. দিনে ও রাতে পাহারা ও টহলদারী করা।
০৩. অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করবেন। এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত
পুলিশকে সহায়তা করা।
০৪. চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করা।
০৫. ১৫ দিন পর পর থানার ভার প্রাপ্ত কর্মকর্তাকে এলাকার অবস্থা সম্পর্কে অবহিত করা।
০৬. ইউনিয়নের খারাপ চরিত্রের লোকদের গতিবিবিধ লক্ষ্য করা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।
০৭. এলাকায় বিরোধ,দাংগা,হাংগামা কলহ ইত্যাদি বিষয় সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা।
০৮. জন্ম ও মৃত্যু রেজিষ্টার সংরক্ষন এবং এলাকার সব জনম্ ও মৃত্যু সম্পর্কে ইউনিয়ণ পরিষদকে অবহিত করা
০৯. মানুষবা পশু বা ফসলের মধ্যে কোন মহামারী বা সংক্রামক রোগ বা পোকার আক্রমনব্যাপক আকারে দেখা দিলে
সাথে সাথে ইউনিয়ন পরিষদকে এ সম্পর্কে অবহিত করা ।
১০. বাধে বা সেচে ক্ষতি বা ত্রুটি দেখা দিলে অনতিবিলম্বে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।
১১. খাজনা অথবা ভূমি উন্নয়ন কর, স্থানীয় কর, ফি বা অন্য পাওনা সংগ্রহ ো আদায়ে তিনি রাজস্ব কর্মচারীদের
সহায়তা করবেণ।
১২. ইউনিয়নপরিষদের বা ইউনিয়ন পরিষদের অধিকারে ন্যস্ত কোন স্থাব বা অ্স্থাবরসম্পত্তির ক্ষতি প্রতিবন্ধকতা সৃষ্টি
বা অন্যায় দখল সম্পর্কে ইউনিয়ণপরিষদকে অবহিত করা।
১৩. বিভিন্ন সময়ে আইন অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্ব পালন করা।
বা মার্ডার হলে লাশ পাহারা দেয়া এবং লাশথানায় পযন্ত তারসংগে থাকা। থানার পুলিশ এলাকায় আসলে তাদের
সর্বক্ষণেরসাথী হওয়া। সরকারী কোন উচু পযায়ে কর্মকর্তা এলাকা পরিদর্শন এলে তাকেসার্বিক সাহায্য করা। ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস